বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের অীফসে সন্ত্রাসী হামলা-ভাংচুর

বগুড়ার শাজাহানপুরে ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয় মাদলা শাখায় সন্ত্রাসী হামলাও ভাংচুরের ঘটনা ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানাযায় গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের ২১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুলের সাথে চাঁচাইতারা গ্রামের শাহীনের পুত্র সিয়ামের সংগে তুচ্ছ ঘটনা ঘটে। এ ঘটনার পর সিয়াম ৫/৬জন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে মাদলা বাজারে অবস্থিত ওয়ার্ড আওয়মীলীগের দলীয় কার্যালয়ের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দরজা-জানালা টিনের ছাউনি দেওয়াল চেয়ার,টেবিল আসবারপত্র এবং অফিসে টাংগানো শেখ মুজিবুর রহমান ও বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এ ঘটনার সময় শাজাহানপুর থানার মাদলা ইউনিয়নের বিট পুলিশ অফিসার উপস্থিত ছিলেন । সেখানে পুলিশের উপস্থিতিতে এধরণের হামলা-ভাংচুরের ঘটনা এবং হামলাকারীদের আটক না করার জন্য পুলিশের ভূমিকার বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে এখন প্রশ্নবিদ্ধ? এ ধরণের ন্যাক্কারজনক ঘটনায় পুলিশের নীরব ভূমিকা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। হামলায় দুই জন আহত হয়েছেন তাদেরকে প্রাথমিক চিক্যিসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে এস আই এমরান বলেন আমরা যাওয়ার আগে ভাংচুরের ঘটনা ঘটেছে। আমাদের উপস্থিতে আবারও ২০/২৫জন সন্ত্রাসী বাহিনী ভাংচুর করতে আসলে তাদেরকে তাড়িয়ে দেই।
এ বিষয়ে উক্ত শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল বলেন শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন