প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৪ ০১:০৫
নন্দীগ্রামে আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া ও ইফতার বিতরণ
নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-

বগুড়ার নন্দীগ্রামে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ইফতার বিতরণ করা হয়েছে। রোববার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমানের সঞ্চনালয় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মুকুল মিঞা, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন শ্রেণিপেশার রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আনোয়ার হোসেন রানা এলএলবি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন