প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৪ ০১:২০

জনতার দুয়ারে জনতার পুলিশ ...এসপি সুদীপ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
জনতার দুয়ারে জনতার পুলিশ
...এসপি সুদীপ

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম বলেছেন- বর্তমান সময়ে পুলিশ জনতার দোড়গোড়ায়  সেবা পৌছে দিচ্ছে। তাই বলা যেতে পারে জনতার দুয়ারে জতার পুলিশ। পুলিশকে এখন জনগণ বন্ধু সুলভ আচরণ করে ব্যাপক সহযোগিতা করছে। তার প্রমাণ কিছুদিন আগের অসহযোগ আন্দোলনে সাধারণ জনগণের বন্ধুত্ব সুলভ আচরণ ও সহযোগিতা। পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে মোকামতলা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে সোমবার মোকামতলা ইউনিয়ন পরিষদ চত্বরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব সবুজের  সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর হাসান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আশিক মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক রাজা চৌধুরী, দেউলী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, সমাজ সেবক রুহুল আমিন। 

 

উপরে