গোবিন্দগঞ্জে আটক মাদক কারবারিকে ছিনিয়ে নিলো সহযোগীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাফিউল ইসলাম শফি (৩০) নামে এক যুবককে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাকে নিয়ে যাওয়ার সময় আকস্মিক হামলা করে ছিনিয়ে নিয়েছে তার সহযোগী মাদক কারবারিরা।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ মেরী গ্রামে এ ঘটনা ঘটে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয়রা জানান, উপজেলার সাপমারা ইউনিয়নের নরেঙ্গাবাদ মেরী গ্রামের আফছার আলীর ছেলে শাফিউল ইসলাম শফি দীর্ঘদিন ধরে মাদক (ইয়াবা) ব্যবসা করে আসছিল। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তার আস্তানায় অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় তল্লাশি চালিয়ে শফির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় পথে তার সহযোগীরা আকস্মিক হামলা চালায়। একপর্যায়ে তারা শফিউল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুন বলেন, শফিকুল ইসলাম শফি নামে এক যুবকের কাছে ৩০ পিস ইয়াবা পাওয়া যাওয়ায় তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা হামলা চালিয়ে শফিউল ইসলামকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন