প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৪ ২২:৫৩

গাবতলীতে ডাঃ নান্নু এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে ডাঃ নান্নু এমপিকে 
সংবর্ধনা ও ইফতার মাহফিল

বগুড়া গাবতলীর চকবোচাই আদর্শ মক্তব ও গ্রামবাসীর উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার চকবোচাই আদর্শ মক্তবের জানাজার মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংবর্ধিত প্রধান অতিথি বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। তিনি বলেন, ইসলামের সঠিক আদর্শ মেনে সকলকে জীবন যাপন করতে হবে। পবিত্র কুরআনের আলোকে জীবন গড়তে হবে। সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্যদিয়ে আলোকিত সমাজ গড়তে হবে। মক্তবের সভাপতি মাওঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলী, অ্যধাপক সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান টুকু, থানার এসআই আল আমিন, আব্দুল মান্নান, প্রভাষক মাব্দুল্লাহ আল মাসউদ, শিক্ষক জাকারিয়া আলম, গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ওয়ার্ড আ’লীগের সভাপতি হান্নু মন্ডল, মক্তব পরিচালনা কমিটির মধ্যে সামছুল আলম, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, ভূট্রা প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে