প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৪ ২৩:৩০

বগুড়ার শাজাহানপুরে চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুরে চলাচলের রাস্তা বন্ধের
 প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ

চলাচলের একমাত্র রাস্তা জোরপূর্বক বন্ধের প্রতিবিাদে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম মধ্যপাড়া গ্রামবাসীর উদ্যোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আর এই রাস্তা বন্ধের অভিযোগ ওঠে একই গ্রামের তোফাজ্জল হোসেন মোল্লার পুত্র মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
গতকাল শনিবার বেলা ১১ টায় নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধে অত্র এলাকার জনসাধারণ অংশগ্রহণ করেন।বিক্ষোভ চলাকালিন সময়ে তারা বলেন এই রাস্তা নিয়ে আমাদের খরনা ইউনিয়নের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান সাহীন দুই দুইবার শালিশ দরবার করে ব্যর্থ হয় এবং স্থানীয় ইউপি সদস্যগণ ৪/৫ বার শালিশ করে কোন সুরাহা আনতে পারে নাই।তাই গ্রামবাসী বাধ্য হয়ে  অবশেষে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে।   
জনসাধারণ প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ চলাকালে শাজাহানপুর থানার পুলিশ এসে বিষয়টি দেখবে বলে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে তারা সমাবেশ ও সড়ক অবরোধ তুলে নেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে