প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৪ ২৩:৩৩

শিবগঞ্জের মাঝিহট্টের ছাতুয়ায় দেড় কিলো মিঃ রাস্তার পাকা করন কাজের বেহাল অবস্থা

জনদুভোগ চরমে ঠিকাদারের উদাসিনতা
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জের মাঝিহট্টের ছাতুয়ায় দেড় কিলো
মিঃ রাস্তার পাকা করন কাজের বেহাল অবস্থা

বগুড়ার শিবগঞ্জের মাঝিহট্ট ইউপির ছাতুয়া গ্রামে দেড় কিলো মিটার রাস্তার পাকা করন কাজের বেহাল অবস্থা জনদুভোগ চরমে! ঠিকাদারের উদাসিনতা। অনুসন্থানে জানা যায়, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের উপর দিয়ে নলডুবি রাস্তার ছাতুয়ায় দেড় কিলো মিটার পাকা করনের জন্য ঠিকাদার খনন করে বেশকিছু দিন পূবে। ওই রাস্তায় পাশে বয়ে যাওয়া নাগর নদীর থেকে বিট বালু উত্তোলন করে রাস্তায় দেওয়া হচ্ছে। এ ঘটনায় স্থানীয়রা বাধা প্রদান করেন ও নদী থেকে বালু না নেওয়ার জন্য জেলা প্রশাসক সহ বিভিন্ন মহলে অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা ভুমি সহকারী কমিশনার তাসনিমুজ্জামান ঘটনার স্থলে উপস্থিত হয়ে নদী থেকে বালু উত্তোলন করা বন্ধ করে দেয়। এর পর থেকে ঠিকাদার রাস্তা পাকা করার কাজ বন্ধ করে রাখেন। এত করে ওই রাস্তায় চলাচল রত সকল যানবাহন চলাচলে জনদুভোগ চরমে হয়ে পড়েছে। সবমিলিয়ে সচেতন মহল সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন যে, রাস্তা পাকা করন কাজা দ্রুত শেষ করে বৃহত্তম জনগোষ্ঠীর জনদুভোগ থেকে মুক্তি পাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে