প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৪ ২৩:৪১

সারিয়াকান্দিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাকে মারপিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
সারিয়াকান্দিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে  বীর মুক্তিযোদ্ধাকে মারপিট

বগুড়ার  সারিয়াকান্দিতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে মারপিটের অভিযোগ পাওয়া যায়। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গণকপাড়া (উত্তর দেবের পাড়া) গ্রামের পূর্ব শত্রুতার জেরে ও জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মিলন ও সুরুজ গংদের মারপিটের স্বীকার হন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।খামারবলাইল মৌজায় দাগনং ২৫৪ তে ২০শতক জমি বিবাদীগন জোর করে দখলের পায়তারা করে। এমনকি জমিতে গেলে তারা হত্যার হুমকি দিয়ে থাকেন। গত ২৪-০৩-২০২৪ইং তারিখে সকাল ১১ঘটিকায় বিবাদীগন এলোপাথারী ভাবে মারপিট করে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের শরীরের বিভিন্নস্থানে ফোলা, জখম করে দেয়।

এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাদী হয়ে সারিয়াকান্দি থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  আনোয়ার হোসেন জানান, আমি প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবী করছি। প্রতিপক্ষরা অন্যায় ভাবে আমাকে মারপিট করে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে