প্রকাশিত : ১ এপ্রিল, ২০২৪ ২৩:১০

বুড়িগঞ্জে গভীর রাতে খড়ের পলায় আগুন থানায় অভিযোগ দায়ের

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বুড়িগঞ্জে গভীর রাতে খড়ের পলায় আগুন থানায় অভিযোগ দায়ের

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে গভীর রাতে খড়ের পলায় আগুন থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

বুড়িগঞ্জ ইউনিয়নের বড়াইল গ্রামের আবুল হোসেন ফকিরের পুত্র ছাদেকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে একই গ্রামের পাশ্ববর্তী বাড়ির সাজাহান সহ ৯ জনের নাম উল্লেখ করেছেন। গত ৩১ মার্চ রাতের আধারে তার খড়ের পলায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। 
স্থানীয় বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে ওই খড়ের পলায় জায়গা জমিন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সচেতন মহলের দাবী 
সঠিক তদন্তে বেরিয়ে আসুক মূল ঘটনা।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে