প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ২৩:১৯

গাবতলীতে গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে গৃহবধূকে 
শ্লীলতাহানীর 
অভিযোগ

বগুড়ার গাবতলীতে পাওনা টাকা চাওয়ায় রেহেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে শ্লীলতাহানী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের লালখাঁপাড়া গ্রামে। 
থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত  লালখাঁপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মতিউর রহমান (৫০) বিগত চার বছর আগে তার মেয়ে সুলতানা রাজিয়া (২৫) এর চাকুরী জন্য একই গ্রামের কতিপয় ব্যক্তিকে দুই দফায় চার লাখ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিনেও চাকুরী না দেয়ায় ওই টাকাগুলো ফেরত চাইলে প্রতারক চক্রটি নানা তালবাহানা করে। এরই এক পর্যায়ে ওই চক্রটি গত ৩১মার্চ সন্ধ্যা ৭টায় চার লাখ টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলে পাওনাদার মতিউর রহমান তার স্ত্রী রেহেনাকে তাদের বাড়ীতে পাঠায়। কিন্তু চক্রটি টাকা না দিয়ে রেহেনাকে শ্লীলতাহানী করার চেষ্টা করে। এ ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে লালখাঁপাড়া গ্রামের শামীম, আমিনুল ইসলাম আমিন, হাবিল প্রাং এবং এরফান মোল্লাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার গাবতলী মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই রুবায়েত জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে