প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ২৩:৪৫

রংপুরে ন্যায় বিচারের শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি
রংপুরে ন্যায় বিচারের শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন

রংপুরে মামলার মুলধারা ও আসামীর নাম বাদ দিয়ে চার্জশীট দাখিলে করা নিয়ে  ন্যায় বিচারের শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মামলার বাদী মোঃ মুরাদ হোসেন। গতকাল (২ এপ্রিল) মঙ্গবার বিকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর মিডিয়া পয়েন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ন্যায় বিচার প্রার্থনা করেন তিনি।  লিখিত বক্তব্যে মুরাদ হোসেন বলেন, আমি কারমাইকেল কলেজ ক্যাম্পাস এলাকার হামিদুল ইসলামের ছেলে। গত ২১ আগষ্ট ২০২৩ তারিখে বিকেলে প্রতিবেশী তপন চন্দ্র, রমনাথ রায় ও তপন চন্দ্রের স্ত্রী কল্পনা রানী, মনোয়ার হোসেনের ছেলে সাকিব খান সজিবসহ অনেকে পারিবারিক কলোহের জের ধরে সন্ত্রাসী কায়দায় আমাকে ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার মা প্রতিপক্ষ সজিবের ধারালো আস্ত্রো দা’য়ের কোপে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ আগষ্ট ২০২৩ তারিখে ৫ জনকে আসামী করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি এজাহার দায়ের করি। পরবর্তিতে মামলার তদন্তভার পরে এসআই বিভূতি ভুষন রায়ের কাছে। তিনি কোনভাবে আমাদের পরিবারের সাথে কথা না বলে, সঠিক ভাবে তদন্ত না করে মনগড়া চার্জশীট তৈরি করে আদালতে দাখিল করেন। যার ফলে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।  ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি করলে বিজ্ঞ আদালত নতুন করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশন (পিবিআই) রংপুর কে তদন্তের জন্য নির্দেশ দেন। যা চলমান রয়েছে। এরই মধ্যে আমার বিবাদী তপন চন্দ্র ,তার স্ত্রী কল্পনা রানী, আদালত থেকে জামিন লাভ করে এবং অপর আসামী সাকিব খান সজিব ও মনোয়ার হোসেন মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে  আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। ইতিপুর্বে বিবাদী গং প্রভাবশালী একটি মহলের মাধ্যমে মেডিকেল সার্টিফিকেট কারসাজি করে আসামীদের মুলধারার অপরাধ ঢাকার জন্য অপচেষ্টা চালিয়েছে।  এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) রংপুরের এসপি এবিএম জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। সঠিকভাবেই তদন্ত করে যথাসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগির পিতা হামিদুল ইসলাম, খালা সাবানা বেগম, মোসফেকা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে