প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪ ১৫:৪৪

জাবিতে রেজিস্ট্রারের ওপর জুতা নিক্ষেপ ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
জাবিতে রেজিস্ট্রারের ওপর জুতা নিক্ষেপ ও ভাংচুর
জাবির সামনে সিন্ডিকেটের বিবৃতি পড়ছেন রেজিস্ট্রার

ঢাকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের মিটিং এর সিদ্ধান্ত জানানোর সময় বিক্ষোব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে উদ্দেশ্য করে জুতা ও বোতল নিক্ষেপ করে।

আজ বুধবার দুপুর ২.৩০ এ জাবিতে চলমান পরিস্থিতি শান্ত করতে শিক্ষক সিন্ডিকেটের মিটিং এর সিদ্ধান্ত জানানো হয়। এ সময় বলা হয়, গত ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের ঘটনা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোব্ধ হয়ে রেজিস্ট্রারের উপর জুতা ও পানির বোতল নিক্ষেপ করে ও আশেপাশে কাচের জানালা, চেয়ার ভাংচুর করে। শিক্ষার্থীরা ভবনের চারপাশে ছড়িয়ে পড়ে ও রেজিস্ট্রারকে লাঠি সোটা নিয়ে ধাওয়া করতে দেখা যায়।

উপরে