প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪ ১৯:৫৪

গাবতলীতে নগদ কর্মীকে মারপিট করে অর্থ ছিনতাই

থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
গাবতলীতে নগদ কর্মীকে মারপিট করে অর্থ ছিনতাই

বগুড়ার গাবতলীতে শত্রুতার জেরে নগদ কর্মীকে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের শিমুলতাইর গ্রামের মিজানুর রহমান মোকামতলা নগদ অফিসের কর্মরত কর্মী। ২৪শে জুলাই অনুমান বিকেল সোয়া ৫টায় মোকামতলা যাওয়ার পথে একই গ্রামের বাবর আলীর পুত্র মঞ্জু ব্যাপারী তার পথরোধ করে গালিগালাজ করতে থাকে ও এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করলে তার কাছে ব্যাগে থাকা ল্যাপটপ ভেঙ্গে যায়। এ সময় ব্যাগে থাকা অফিসের নগদ ২লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময় মিজানুর রহমানের আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত মঞ্জু ব্যাপারী পালিয়ে যায়। এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে মঞ্জু ব্যাপারীর নামে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত মঞ্জুর বিরুদ্ধে ইতিপূর্বেও নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা আদালতে চলমান আছে। এ ঘটনায় গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপরে