সাঘাটায় কিংকরপুর গ্রামে এলাকাবাসীর অর্থায়নে তিন কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর গ্রাম সহ পাঁচটি গ্রামের তিন হাজার পরিবারের চলাচলের রাস্তাটি গ্রামবাসীর স্ব-উদ্যোগে অর্থায়ন ও জমি দানের মাধ্যমে প্রশস্ত করা হয়েছে। এতে গ্রামবাসীর দীর্ঘ দুই যুগের ভোগান্তি লাঘব হলো। গাইবান্ধা- ৫ (সাঘাটা ও ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের পরামর্শে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগ বাঙ্গাবাড়ী ব্রিজ থেকে সাহেব বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণে, গ্রামবাসী এক কালীন অর্থ প্রদান সহ জমি দান করে। ২৯ জুলাই সোমবার দুপুরে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, আবু রায়হান সহ আরো অনেকে। এলাকাবাসীর দাবি আগামীতে যাতে এই রাস্তাটি সরকারিভাবে পাকাকরণের ব্যবস্থা করা হয়।
দীর্ঘ দুই যুগ ধরে কিংকরপুর গ্রামের মানুষজন শুধু পায়ে হেঁটে চলাচল করতো। প্রশস্ত রাস্তা না থাকায় যানবাহন চলাচল করতে পারত না। কেউ অসুস্থ বা মৃত্যু বরণ করলে অ্যাম্বুলেন্স আসার মতো প্রসস্ত রাস্তা ছিলো না। এতে গ্রামবাসী দ্রুত চিকিৎসা সেবা হতে বঞ্চিত থাকতো। জরুরী চিকিৎসা সেবা না পাওয়ায় মৃত্যুহার বেশী ছিল ঐ সব গ্রামে । স্থানীয় গ্রামবাসী মোঃ সাজু মিয়া, আবু রায়হান, আব্দুল বারী রাস্তা নির্মাণে প্রথম উদ্যোগ গ্রহণ করেন।