প্রকাশিত : ২ আগস্ট, ২০২৪ ১৪:৫৯
শোকাবহ আগস্ট

আগস্ট মাস উপলক্ষে গাবতলীতে আ.লীগের সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, গাবতলী, বগুড়াঃ
আগস্ট মাস উপলক্ষে গাবতলীতে আ.লীগের  সভা অনুষ্ঠিত
আগষ্ট মাস উপলক্ষে গতকাল দলীয় কার্যালয়ে বগুড়ার গাবতলী  উপজেলা আ.লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু। ১ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : আগষ্ট শোকের মাস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ—সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জিয়াউর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও গোলাম হোসেন মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক আছমা বেগম, আ.লীগ নেতা আবু হারেজ, ইব্রাহিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ, মোফাজ্জল হোসেন, পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, সহ—সভাপতি আ: গফুর মাস্টার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা বকুল মিয়া ও হযরত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উপরে