প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৪ ১৭:২৭
নারী নির্যাতন

ফুলবাড়ীর পল্লীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃর্ক স্ত্রীকে মারপিট

থানায় মামলা দায়ের, আটক অভিযুক্ত স্বামী
প্রতিনিধি, ফুলবাড়ী, দিনাজপুরঃ
ফুলবাড়ীর পল্লীতে যৌতুকের দাবীতে স্বামী কতৃর্ক স্ত্রীকে মারপিট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া (আবাসন) এ শাকিবুর ইসলাম সেতু কতৃর্ক যৌতুকের দাবীতে স্ত্রী মোছাঃ নুসরাত জাহান মিম (২০) কে বেধম মারপিট করে আহত করেন। আহত অবস্থায় ঐ দিনে স্ত্রী মোঃ মোছাঃ নুসরাত জাহান মিম কে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ফুলবাড়ী থানায় গত ০২/০৮/২০২৪ইং তারিখে দায়েরকতৃ মোছাঃ নুসরাত জাহান মিম এর মাতা মোছাঃ ফেরদৌসী আরা এর দায়েকতৃ অভিযোগ সূত্রে জানান যায়, উপজেলা দৌলতপুর ইউপির কুশলপুর গ্রামের মোঃ মমতাজ আলীর পুত্র মোঃ সাকিবুর ইসলাম সেতুর সাথে খয়েরবাড়ী বালুপাড়া (আবাসান) গ্রামের গোলাম মোস্তফার কন্যা মোছাঃ নুসরাত জাহান মিম এর বিবাহ হয়। বিবাহ হওয়ার পর থেকে মোছাঃ নুসরাত জাহান মিম কে যৌতুকের দাবীতে মারপিট করেন। উল্লেখ্য যে, বিবাহের পরে মোছাঃ নুসরাত জাহান মিম এর পিতা মোঃ গোলাম মোস্তফা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ১ লক্ষ ২০ হাজার টাকা জামাই মোঃ শাকিবুর ইসলাম সেতুকে দেন। মোছাঃ নুসরাত জাহান মিম গত দুই মাস পূর্বে ঢাকায় কর্মস্থানের জন্য গামেন্টর্স এ চাকুরী শুরু করেন। সেখানেও শাকিবুর ইসলাম সেতু তার স্ত্রীকে মারপিট করতে থাকে। ২৭/০৭/২০২৪ইং তারিখে মোছাঃ নুসরাত জাহান মিম কৌশলে চাকরী ছেড়ে তাকে নিয়ে বাড়ীতে আসেন। ২৮/০৭/২০২৪ইং তারিখে বিকেল সাড়ে ৩টায় মোছাঃ নুসরাত জাহান মিম কে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে মারাত্বকভাবে আহত করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঐ দিনে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এই ঘটনায় মোছাঃ নুসরাত জাহান মিম এর মা মোছাঃ ফেরদৌসী আরা শাকিবুর ইসলাম সেতু বিরুদ্ধে ফুলবাড়ী থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মোছাঃ নুসরাত জাহান মিম এর মা মোছাঃ ফেরদৌসী আরা জানান, আমার মেয়েকে যৌতুকের জন্য যে ভাবে নির্যাতন করেছে আমি তার ন্যায় বিচার চাই। এদিকে ফুলবাড়ী থানার পুলিশ গত শুক্রবার দায়েরকৃত মামলার আসামী শাকিবুর ইসলাম সেতু কে নিজ বাড়ী থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন

 

উপরে