প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৪ ১৮:০২

১৫ আগস্ট উপলক্ষে কাজিপুরে শোক মিছিল

প্রতিনিধি, কাজিপুর, সিরাজগঞ্জঃ
১৫ আগস্ট উপলক্ষে কাজিপুরে শোক মিছিল
১৫ আগস্ট উপলক্ষে সিরাজগঞ্জ কাজিপুরে শোক মিছিল। ৩ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদেরকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় শোক দিবস -২০২৪ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগষ্ট শনিবার সকালে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়ের নেতৃত্বে শোক মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, কোটা আন্দোলনে সাধারণ ছাত্রদের কাঁধে ভর করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। জননেত্রী শেখ হাসিনা সকল দাবি মেনে নেয়ার পরও জ্বালাও পোড়াও হত্যা চলমান আছে। আজ দেশী বিদেশী ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় কাজিপুরের নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি মসজিদ মাদ্রাসায় দোয়া ও মোনাজাত কর্মসূচি অনুযায়ী পালনের পরামর্শ দেয়া হয়।
উপরে