প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৪ ২৩:৫৩

আদমদীঘিতে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে আ‘লীগের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে আ‘লীগের বিক্ষোভ মিছিল
বগুড়া আদমদীঘি উপজেলা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিছিল করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ৪ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি

শান্তি প্রিয় এলাকা হিসাবে খ্যাত বগুড়ার আদমদীঘি ও সান্তাহারে শিক্ষার্থীদের আহবানে বৈষম্য বিরোধী অসহযোগ আন্দোলনের কোন প্রভাব পড়েনি।  রবিবার (৪ জুলাই) সকাল থেকেই ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, হাটবাজার, ব্যাংকে লেনদেন ছিল স্বাভাবিক। সর্তক অবস্থানে ছিল পুলিশ।
গত ৩ জুলাই ঢাকা শহীদ মিনার প্রাঙ্গনে শিক্ষার্থীদের সমাবেশে সরকার পতনের এক দফা দাবীতে ৪ জুলাই রোববার থেকে দেশব্যাপি অসহযোগ আন্দোলনের ঘোষনা করেন শিক্ষার্থীরা। এ নিয়ে জনমনে আতংক সৃষ্টি হয়। সর্বত্র এর পক্ষে ও বিপক্ষে আলোচনা চলে। এ ঘটনায় রাত থেকে দুর পাল্লার যানবাহন বন্ধ হলে দুর্ভোগে পড়েন যাত্রী সাধারণরা। চলমান আন্দোলনে শান্তি প্রিয় এলাকা হিসাবে খ্যাত আদমদীঘি উপজেলায় এ পর্যন্ত আন্দোলনের কোন প্রভাব পড়েনি কিংবা কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল রোববার থেকে অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে কর্মসুচি পালন করা হলেও সকাল থেকেই এখানে ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি অফিস, হাটবাজার, ব্যাংকে লেনদেন ছিল স্বাভাবিক। তবে দুপুরের পর থেকে ব্যাংকে টাকা না থাকায় অনেক গ্রাহককে ফেরত যেতে দেখা গেছে। যানবাহনের কারণে সরকারি বিভিন্ন অফিস খোলা থাকলেও অধিকাংশ কমকর্তা কর্মস্থলে আসতে পারেননি। এদিকে বেলা ২টায় সান্তাহার পৌর শহরে ও ৩ টায় আদমদীঘি উপজেলা সদরে বৈষম্য বিরোধী অসহযোগ ছাত্র আন্দোলন ও সন্ত্রাসী কর্মকান্ডের বিপক্ষে বগুড়া—৩ আসনের সাংসদ খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর নেতেৃত্বে আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দেশে নৈরাজ্য, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান ও যুবলীগের সম্পাদক জিল্লুর রহমান। 

 

উপরে