রাজশাহীতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে দশটার দিক থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে এসেছেন শিক্ষক, অভিভবাকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাদের অনেকের হাতে ছিল লাঠি, মাথায় পতাকা বাধা। এসময় শিক্ষার্থীদের এক দফা দাবিতে নানান স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে দেখা যায়।
সকাল সাড়ে ১১ টার দিকে হাজার হাজার আন্দোলনরত শিক্ষার্থী রাজশাহী রুয়েট গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষোভ মিছিলটি নগরীর তালাইমারি ভদ্রা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, অসহযোগ আন্দোলনের ফলে রাজশাহীতে সব ধরনের দোকানপাট, মার্কেট ও বিপনি বিতানগুলো বন্ধ দেখা যায়। সকাল থেকে রাস্তাঘাটে যান চলাচলও কম দেখা গেছে ।
তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মত। ছেড়ে যেতে দেখা যায়নি কোন ধরনের দূরপাল্লার গণপরিবহন । এছাড়া বন্ধ রয়েছে স্বল্প ও দূরপাল্লার ট্রেন চলাচল। অন্যদিকে, অসহযোগ আন্দোলনের মধ্যেও খোলা রয়েছে সরকারি অফিস আদালত, ব্যাংক বীমা প্রতিষ্ঠান। তবে সেগুলোতে সেবা প্রত্যাশীদের অন্যান্য দিনের তুলনায় সেবা নিতে কিছুটা কম দেখা গিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে মোতায়েন করা হয় পুলিশ ও বিজিবি। ঢাকা-রাজশাহী মহাসড়কে টহলে আছে পুলিশ। মহাসড়কে বাস-ট্রাক চলাচল করছে খুবই সীমিত পরিসরে। চলছে রিকশা, ইজিবাইক, সিএনজি, লেগুনা ও মোটরসাইকেল। রাস্তায় গণমানুষের উপস্থিতি তুলনামূলক কম।