প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৪ ০০:৫৬

মহাদেবপুরে সন্তানের শাস্তির দাবিতে বাবা-মার সংবাদ সম্মেলন

একশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
প্রতিনিধি, মহাদেবপুর, নওগাঁঃ
মহাদেবপুরে সন্তানের শাস্তির দাবিতে বাবা-মার সংবাদ সম্মেলন
নওগাঁর মহাদেবপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ব্যাবসায়ী মোঃ সাজেদুর রহমান সাজু। ৩ আগস্ট, ২০২৪; ছবি: প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ব্যাবসায়ী মাসুদ রানার বিরুদ্ধে একশ দশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ছোট ভাইসহ তার মা ও বোন। গত ৩ আগষ্ট শনিবার বিকেলে উপজেলার আবেজান অটো রাইস মিলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সংবাদ সম্মেলনে ব্যাবসায়ী মোঃ সাজেদুর রহমান সাজু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, তার পিতা মোদাচ্ছের আলী ২০১৭ সালে মৃত্যুর পর ২৬ একর জোত—সম্পত্তির মধ্যে চারটি অটোমেটিক রাইস মিল, একটি ফিলিং স্টেশন, ৮টি ট্রাক, একটি ট্যাংক লড়ি ও বেশ কয়েকটি বড় বড় পুকুরে মাছের চাষসহ বিপুল পরিমাণ সম্পত্তি ও অর্থ সম্পদ দেখভাল ও ব্যবসা পরিচালনার জন্য তার বড় ভাই মাসুদ রানার উপর তারা দায়িত্ব অর্পন করেন। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যে কোন মুহূর্তে টাকার প্রয়োজন হতে পারে, এমন অজুহাতে মাসুদ রানা কৌশলে তাদের যৌথ ব্যাংক হিসেব নম্বরের চেকবইতে তার (সাজেদুর রহমান সাজুর) স্বাক্ষর নিয়ে রাখে। এ সংবাদ সম্মেলন উল্লেখ করা যে, ওইসব সাক্ষরিত চেকবইয়ের মাধ্যমে গোপনে গত ২০২২—২০২৩ সালের মধ্যে মাসুদ রানা স্থানীয় আল—আরাফাহ ইসলামি ব্যাংক থেকে ১০৬ কোটি টাকা সিসি লোনের সম্পূর্ণ টাকা উত্তোলন করে নেয়।

এছাড়াও সাজু অভিযোগ করেছেন, মাসুদ রানা স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তার নিজ নামীয় আইএফআইসি, ষ্ট্যান্ডার্ড ও রূপালী ব্যাংক থেকে দুই কোটি টাকার চারটি এফডিআর উত্তোলন করে নেয়সহ তাদের মায়ের অংশের সমুদয় সম্পত্তি রেজিষ্টি্র নিয়ে, দুই কোটি বিশ লক্ষ টাকার চেক দিলেও তার মা সাহারা বেগম ওই টাকাও তুলতে পারেনি। তাদের মায়ের সম্পত্তির সেই টাকাও মাসুদ রানা আত্মসাৎ করেছে বলে তিনি জানান। বিভিন্ন কৌশলে মাসুদ রানা তার মা, ভাই ও বোনকে ফাঁকি দিয়ে জালিয়াতির মাধ্যমে ১শ"১০ কোটি টাকা আত্মসাত করেছে বলে ওই সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। লিখিত অভিযোগে তারা আরো বলেন, যৌথ ব্যাবসার ব্যাংক ঋনের ১০৬ কোটি টাকা মাসুদ রানা আত্মসাত করে এ ঋণের সকল দায়ভার তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। সংবাদ সন্মেলনে আরো বলেন, জেলার পোরশা, মহাদেবপুর ও নওগাঁ শহরে কয়েকটি বহুতল বাড়ি ও ১০ একর জমি মাসুদ রানা ও তার স্ত্রী এবং সন্তানের নামে ক্রয় করেছে। অভিযোগ করা হয়, আত্মসাতকৃত অর্থ সম্পদ ফেরত চাওয়া এবং হিসাব চাইলে মা, বোন ও সাজু এবং তার স্ত্রীসহ তাদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাসুদ রানা। সংবাদ সম্মেলনে উপস্থিত মাসুদ রানার মা সাহারা বেগম, বোন মৌসুমী আক্তার সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের সুদৃষ্টি কামনা করাসহ অর্থ সম্পদ আত্মসাতকারী মাসুদ রানার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে মাসুদ রানার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি

 

উপরে