রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন
-0.jpg)
নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার বিকাল ৫টায় এ ঘটনাটি ঘটে। এছাড়া বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করাসহ নেতাকর্মীদের বাড়ি—ঘরে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, বিকালে পারইল ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পারইল হাটখোলা গ্রামে পারইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমানের বাড়িতে হামলা চালায় দুবৃর্ত্তরা। এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাসপত্র ভাঙচুর করেন। হেলাল মেম্বারের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। একই গ্রামের আওয়ামীলীগ নেতা আনোয়ারের বাড়িতে হামলা চালায় একদল দুবৃর্ত্ত। এ সময় তার বাড়ির আসবাসপত্র ভাঙচুর করেন। পারইল গ্রামে আরো কয়েকজন আওয়ামীলীগ নেতাকর্মীর বাড়ি ঘরে হামলা করা হয়েছে।
রাণীনগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকের বাড়িতে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। এ সময় দুবৃর্ত্তরা তার বাড়িতে ভাঙচুর চালায়।
এছাড়া উপজেলা সদর রাণীনগর বাজারে কয়েকটি দোকানপাট ভেঙেছে দুবৃর্ত্তরা। কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পার্টি অফিস ও আওয়ামী লীগ নেতাকর্মীর দোকান ঘর এবং বাড়ি—ঘরে হামলা—ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্যের জন্য রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদকে মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।