প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৪ ২৩:৩৬

রাণীনগরে বিএনপি-জামায়াতের মিছিল

প্রতিনিধি, রাণীনগর, নওগাঁ:
রাণীনগরে বিএনপি-জামায়াতের মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার খবরে নওগাঁর রাণীনগরে মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। ৬ আগস্ট, ২০২৪; - ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার খবরে নওগাঁর রাণীনগরে মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। আর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে করা হয় শুকরিয়া মিছিল।

সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হন। এরপর সেখান থেকে আনন্দ মিছিল রেব করেন বিএনপি। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের নানা স্লোগান দিতে শোনা যায়।

রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সকালে শুকরিয়া মিছিল করা হয়েছে। এতে জামায়াতের শত শত নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এরপর বিএনপির মোড়ে এসে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উপরে