প্রকাশিত : ৭ আগস্ট, ২০২৪ ০০:০২

শেখ হাসিনার পদত্যাগে শাজাহানপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রতিনিধি, শাজাহানপুর, বগুড়া:
শেখ হাসিনার পদত্যাগে শাজাহানপুরে বিএনপির আনন্দ মিছিল

বগুড়ার শাজাহানপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদত্যাগে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমীর্রা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় মাঝিড়াস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে ঢাকা—বগুড়া মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার বিএনপির নেতাকমীর্র সাথে সাধারণ জনতাও যোগ দেয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, উপজেলা বিএনপির সহ—সভাপতি বজলুর রহমান নিলু, ইদ্রিস আলী সাকিদার, যুগ্ম—সম্পাদক আব্দুল হাই রনি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম—আহবায়ক জিল্লুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, মহিলাদল সভানেত্রী কোহিনুর আক্তার, শ্রমিকদল নেতা বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ। অপরদিকে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি মিছিল মাঝিড়া বন্দর প্রদক্ষিণ করে।

উপরে