সোনাতলায় বিএনপি’র বিশাল বিজয় মিছিল ও সমাবেশ

মাসব্যাপী একটানা ছাত্র—জনতার আন্দোলন শেষে আওয়ামী লীগ সরকারের পতনে বিজয় মিছিল করেছে সোনাতলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার বিকেলে সোনাতলার ঘোড়াপীর হতে উপজেলা বিএনপি’র সভাপতি, একাদশ সংসদ উপ—নির্বাচনে বগুড়া—১ আসনে বিএনপি মনোনিত প্রার্থর্র্ী একেএম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে বিজয় মিছিলটি পৌর সদর প্রদক্ষিণ শেষে স্থানীয় সোনালী ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ—সভাপতি আহসানুল হাবীব রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম রকিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. বাটালু, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হাল্লু, দিগদাইড় আহম্মেদ তরুণ, বিএনপি নেতা রফিকুল ইসলাম আঙ্গুর,মহিলা দল নেত্রী রঞ্জনা খান, কুলসুম বেগম, যুবদল নেতা হারুন অর রশীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, মাহমুদুর রহমান রনি, বালুয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ