সাঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সজলের লাশ দাফন

গাইবান্ধার সাঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সাজ্জাত হোসেন সজলের লাশ ৭ আগস্ট বুধবার সকালে নিজগ্রাম শ্যামপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানা গেছে, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে সাজ্জাত হোসেন সজল। বৈষম্যবিরোধী ছাত্র অসহযোগ এক দফা পদত্যাগ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়। আগুনে ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে পরিবার। আইডি কার্ড দেখে তাকে সনাক্ত করে। পরে ঢাকা থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে লাশ দাফন শেষে মোনাজাত করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান প্রধান, ৪ নং মুক্তিনগর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী সভাপতি মোঃ শাহ আলম প্রধান সহ আরো অনেকে।
মৃত্যুর বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন মৃত সাজ্জাত হোসেন সজল এর মা শাহিনা বেগম ।
উল্লেখ্য, সজল ও তার পরিবার আশুলিয়া থাকতেন। তার মা শাহিনা বেগম একটি বেসরকারির ক্লিনিকে ক্লিনার হিসেবে চাকরি করতেন। সেই আয় থেকেই ছেলের লেখাপড়ার খরচ যোগাতেন।ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। তিনি সিটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন।