গোবিন্দগঞ্জে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভা থেকে লুটপাট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে লুটপাট হওয়া মালামাল ফেরৎ চেয়ে পৌর এলাকাসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়। মাইকিং শুনে স্থানীয় সচেতন মহলের সহায়তায় পৌর সভার আশপাশের বিভিন্ন এলাকা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত লুট হওয়া চেয়ার, টেবিল, ফগার মেশিন, সিলিং ফ্যান, ভ্যাকসিন রাখার ফ্রিজ রয়েছে। গোবিন্দগঞ্জ পৌর সভার সার্ভেয়ার আনোয়ার হোসেন আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও লুটপাট হওয়া অনেক মালামাল ফেরত পাওয়া যায়নি। গত সোমবার (৫ জুলাই) শেখ হাসিনার পদত্যাগের খবরে আনন্দে উত্তাল হয়ে গোবিন্দগঞ্জ এ সময় কিছু সুযোগ সন্ধানী দুবৃত্তর্ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে, পৌরসভারসহ বাসা—বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গোবিন্দগঞ্জ পৌর সভায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ লুটপাট হয়। এ সময় পৌর এলাকার ২ হাজার ৮’শ ৪৫জন কার্ডধারীর মাঝে বিতরণের জন্য পৌর ভবনে রাখা টিসিবি ডিলার মমিন ট্রেডার্স, ও উৎপল ট্রেডার্সের ১২লক্ষ ৭০ হাজার টাকার চাল ডাল তেল লুটপাট হয়।