প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৪ ০০:০৩
পোরশায় পূর্ণ ভবা নদীতে অবৈধ সুতি জাল নিধন অভিযান
প্রতিনিধি, পোরশা, নওগাঁঃ

অদ্য সকাল দশ ঘটিকার সময় পোরশার পূর্ণ হওয়া নদীতে অবৈধ সুতি জাল নিধনে যৌথ অভিযানা করা হয়। উক্ত সুতিজাল নিধন অভিযান পরিচালনা করেন পোরশা উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ জুবায়ের হোসেন, মৎস অফিসার মোঃ মনিরুল ইসলাম পোরশা এবং নিতপুর কোম্পানির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মুনসেদ আলী সাথে টহল দল, । নদীর মেইন পিলার ২৩০/৫৮ আর এর নিকটস্থ পূর্নভর্বা নদীতে ০৪ টি সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে, ০১ টি সুতি জাল পাওয়া যায়। উক্ত সুতি জালটি সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধংশ করা হয়। এবং নিষেধ করা হয় সুতি জাল দিয়ে মাছ শিকার করা যাবে না। যদি কেউ সুতি জাল দিয়ে মাছ শিকার করে তাহলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।