প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৪ ০০:০৯

আদমদীঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

স্মারকলিপি প্রদান
প্রতিনিধি, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

 বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ সাদী সরকারের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নামে জমি ক্রয় ও অবকাঠামো নির্মানের কথা বলে লাখ লাখ গ্রহন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় না করে নিজ নামে ক্রয় করে প্রতারণা করার অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদের সামনে বগুড়া—নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারি, শিক্ষার্থী—অভিভাবক এবং প্রতারিতরা প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে। এরপর তারা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজমুল হুদা খন্দকার, স্থানীয় সমাজসেবক কালাম হোসেন, ব্যবসায়ী আবু তালেব দুলাল, শিক্ষক প্রতিনিধি আব্দুল আজিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়ামনি ও অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ। মানববন্ধন কর্মসুচিতে ওই প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবির উদ্দিন খান তার বক্তব্যে নিজেকে নির্দোষ দাবী করে অধ্যক্ষ শেখ সাদীর বিচার দাবী করেন। অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সভাপতির বক্তব্য খন্ডন করে বলেন আমরা শিক্ষক কর্মচারিদের অভিভাবকরা সভাপতি ও অধ্যক্ষকে ডোনেশনের টাকা দিয়েছি। তিনি সকল অভিভাবকের পক্ষে অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে জমি ক্রয়, অবকাঠামো নির্মান এবং অধ্যক্ষসহ প্রতারণা ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ট তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার দাবী করেন।

উপরে