প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪ ০০:৩৮

বীরগঞ্জে একাদশ শ্রেনীতে ভর্তি ফি সহায়তা পেলেন ৫০ জন শিক্ষার্থী

প্রতিনিধি, বীরগঞ্জ, দিনাজপুরঃ
বীরগঞ্জে একাদশ শ্রেনীতে ভর্তি ফি সহায়তা পেলেন ৫০ জন শিক্ষার্থী
দিনাজপুরের বীরগঞ্জে অসচ্ছল ও হতদরিদ্র শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে সহায়তা করেছে গুড নেইবারস্ বাংলাদেশ। ২২ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা মোহাম্মদপুরে গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে অসচ্ছল ও মেধাবী প্রত্যেক শিক্ষার্থী ২ হাজার টাকা সহায়তা পায়। একাদশ শ্রেনীতে ভর্তি নিশ্চিত করতে মোট ১ লক্ষ টাকা হতদরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। 
অর্পিতা সেন শিক্ষার্থী বলেন, আমি দরিদ্র পরিবারের সদস্য, আমি পড়ালেখা করার জন্য সহায়তা পেয়ে আনন্দিত। উপকারভোগী পবিত্র বলেন, আমার ভর্তি অনেক কষ্টে হয়েছি, এখন এই টাকা দিয়ে বই কিনবো। খুব ভালো লাগলো আমি সহায়তা পেয়ে। বাংলাদেশ গুড নেইবারস্ বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসি’র সভাপতি প্রফুল্য কর্মকার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসি এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশ। এসময় উপস্থিত ছিলেন সিডিপি এডমিন কর্মকর্তা আশিকুর রহমান, এস.এ সাপোর্টার কৃষ্ণ রায়, সেচ্ছাসেবী লিডার সামিয়া আকতারসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ প্রমুখ। 
উপরে