গাবতলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তোপের মুখে প্রাইমারীর শিক্ষক

গাবতলীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তোপের মুখে পড়েছেন সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা কহিনুর আকতার বানু। গতকাল বৃহস্পতিবার গাবতলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেন তারা। ছাত্র—ছাত্রীদের সঙ্গে অসাধু আচারণ, শিক্ষার মান অবনতি, অর্থ আত্মসাত, শিক্ষকদের কাছ থেকে ফাঁকা রেজুলেশনে সাক্ষরসহ বিভিন্ন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অনিময় নিয়েই কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সেইসাথে অতীত ভুল সংশোধনের জন্য ছাত্রদের কাছে লিখিতভাবে প্রতিশ্রম্নতি দেন তিনি। ওই শিক্ষকের আর মাত্র ৫মাস চাকুরী রয়েছে। সে কারণেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নমনীয় হয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, একটু ভুল—ত্রুটি ছিলো। সে গুলো সংশোধনের প্রতিশ্রম্নতি দিয়েছি তাদের কাছে।