রংপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

রংপুরে নাগরিক উদ্যোগের আয়োজনে কমিউনিটি ভিত্তিক বিরোধ মিমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতাভিত্তিক অবিগম্যতা বৃদ্ধি প্রকল্পর আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও আমাদের করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২২ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভায় রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আরডিআরএস এর কো অডিনেটর মোছাঃ মেজবাহুন নাহার, রংপুর সুজন এর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন, রংপুর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম, ১৪ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ মমদেল হোসেন সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোছলেমা বেগম, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শামীমা আক্তার সুমি, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ মোছলেমা আক্তার মেরী সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাগরীক উদ্যোগের সমন্বয়কারী শিল্পী শিকদার।