প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪ ০১:০৬

আদমদীঘিতে নকল নবীশদের কলম বিরতী

প্রতিনিধি, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে নকল নবীশদের কলম বিরতী

নকল নবীশ এসোসিয়েশন এর কেন্দ্রীয় ঘোষিত সমগ্র বাংলাদেশ ব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলা সাব—রেজিষ্ট্রি অফিসে ২য় দিনের মত নকল নবীশদের ২ঘন্টা কলম বিরতী কর্মসূচী পালিত হয়েছে। এ লক্ষে এক আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) আদমদীঘি সাব—রেজিষ্ট্রি অফিসে অনুষ্ঠিত হয়। কর্মসূচী চালাকালীন সময়ে বক্তব্য রাখেন নকল নবীশ এসোসিয়েশনের আদমদীঘি উপজেলা শাখার সভাপতি মিনহাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক এহসানুল হক খান সবুর, কার্যকরি সদস্য অরুন সরকার প্রমূখ। 

 

উপরে