প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৪ ১১:৩৯
বৃহস্পতিবার সারাদিনে যা যা ঘটলো

বন্যায় আক্রান্ত অন্তত দশ জেলা, সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
বন্যায় আক্রান্ত অন্তত দশ জেলা, সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট প্রত্যাহার

- বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যদের লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, "উনি তো আমাদের দেশ থেকেই এক্সিট হয়ে যান নাই। এয়ারপোর্ট বা কোন পোর্ট থেকে এক্সিট হওয়া লাগবে না? সেটা তো হনই নাই। তাহলে তো এমনিতেই পাসপোর্ট ইনভ্যালিড, আইনগতভাবেই ইনভ্যালিড।"

- আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং এ সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ অঞ্চলের ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী, হালদা ইত্যাদি নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতি হবে।

- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব আদেশ ও নির্দেশনা প্রত্যাহার করেছে হাইকোর্ট। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে রুল খারিজ করে এ আদেশ দেয়।

- সাবেক মন্ত্রী এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, বিকেলে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

- রাজধানীর উত্তরায় ফজলুল করিম হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

- বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। যদিও বাঁধ খুলে দেয়ার কোনো ঘটনা ঘটেনি বলে ভারতের তরফ থেকে জানানো হয়েছে।

- দেশের শীর্ষ পাঁচ ব্যবসায়ীর কর ফাঁকির অনুসন্ধানে এনবিআর। এরই ধারাবাহিকতায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং এদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের আয়কর ফাঁকির তথ্য অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। খবর - ⓒ বিবিসি 

উপরে