মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে গাবতলীতে সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই স্লোগানকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক—অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়ার গাবতলী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার থানার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সুজন’র উপজেলা কমিটির সহ—সভাপতি সাজেদুর রহমান মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা কমিটির উপদেষ্টা প্রভাষক রফিকুল ইসলাম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আরিফুর রহমান জাকির, উপজেলা হিন্দু—বৌদ্ধ—খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক চৌধুরী, নাগরিক নিরাপত্তা কমিটির সমন্বয়ক তাজুল ইসলাম লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমআর হাসান পলাশ, সার্ক মানবধিকার ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, নাহিদ হাসান লিটন, সুজন’র সাংগঠনিক সম্পাদক আল আমিন মন্ডল, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য প্রভাষক কান্তি কুমার রায়, সাজ্জাদুর রহমান সুজা, মতিয়ার রহমান দুলু, ডাঃ শাহাদৎ হোসেন, বিউটি আকতার, আতাউর রহমান, আবু সাহিন মোল্লা, সাংবাদিক বিপ্লব রহমান, সামিউল ইসলাম শামীম, শ্যামল সরকার, রিপন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নিরাপদ, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সকলের দায়িত্ব সহকারে সহযোগিতার আহবান জানান। সেইসাথে ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র—জনতা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থ্যতা কামনা এবং বর্তমানে বানভাসি মানুষদের সাহায্যের আহবান করা হয়।