রংপুর জেলা ও সাব রেজিস্ট্রার অফিসে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়
.jpg)
রংপুর বিভাগীয় নকল নবিশ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী নকল নবিশরা। শনিবার দুপুর ১২ টায় রংপুর জেলা ও সাব রেজিস্ট্রার অফিসে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় রংপুর বিভাগীয় সমন্বয়কারী তাছিকুর রহমান রিগান, সেলিনা বেগম, রিয়াজুল হক, এলাহী শাহাদাত,গোলাম মোস্তফা বাবু ও দিনাজপুরের তাজমুন নাহার ছন্দা,আলমগীর হোসেন,ঠাকুরগাঁও থেকে হারুন অর রশিদ,কুড়িগ্রামের শাহ মোস্তফা রিপন,গাইবান্ধার আল আমিন
লালমনিরহাটের দুর্জয়,পঞ্চগড়ের এলাহী সাগরসহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় ২ শতাধিক নকলনবিশ কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় তাদের নেতৃবৃন্দরা বলেন, আমরা দীর্ঘ ৩০বছর ধরে আন্দোলন চালিয়ে আসছি। আমাদের প্রতি অনেক বড় বৈষম্য হয়ে আসছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কাজ করা এই নকল নবিশ কর্মচারীদের মাসিক কোন বেতন নাই, দলিল প্রতি কমিশন ভিত্তিক সামান্য টাকা তাদের সংসারের চাবিকাঠি।
বাংলাদেশে সদর সাব রেজিস্ট্রার অফিস এবং উপজেলা সাব রেজিস্ট্রার অফিস মিলে সর্বমোট ৫১৬ টি সাব রেজিস্টার অফিস আছে। এই সকল অফিসে প্রায় ২০ হাজার নকলনবিশ রয়েছে। যারা মুক্তিযুদ্ধের পর থেকেই বৈষম্যের শিকার। এই বৈষম্য দূরীকরণে সমবেত নকলনবিশ বৃন্দ বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে অবহেলিত নকলনবিশদের চাকরি স্থায়ীভাবে জাতীয় করণের এক দফা দাবি জানান তারা।