গাবতলীতে স্ত্রীকে ঘরছাড়া করায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ

বগুড়ার গাবতলীতে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলো এক গৃহবধূ।
জানা গেছে, গাবতলীর নাড়–য়ামালা গ্রামের লাল মিয়া ফকিরের ছেলে সোনা মিয়া (৪৭) প্রায় ২২বছর পূর্বে একই ইউনিয়নের মধ্যমারছেও গ্রামের সেলিম প্রামানিকের মেয়ে ফেনসি আকতার (৪২) কে বিয়ে করে। সংসার জীবনে তাদের ২টি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর থেকেই সোনা মিয়া যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। পরবর্তীতে ঊভয়ের মধ্যে ছাড়াছাড়ি হয়। কয়েক বছর পর সোনা মিয়া ও ফেনসি আকতার পুনরায় ঘরসংসার শুরু করে। কিন্তু আবারো সোনা মিয়া মারপিট করে স্ত্রী ফেনসিকে তালাক দেয়। তখন ফেনসি জীবনে ঘুরে দাড়ানোর শপথ নিয়ে সৌদি আরবে যান। সৌদিতে থেকে ভালো উপার্জন করে দেশে ফিরেন ফেনসি। এরপর ফেনসির অর্থের উপর লোলুপ দৃষ্টি পড়ে যায় সোনা মিয়ার। এরপর তৃতীয়বারের মতো আবারো ঘর সংসার শুরু করেন সোনা মিয়া ও ফেনসি আকতার। এবার দেন মোহরানা করা হয় ৫লাখ টাকা। আর ফেনসি সরল বিশ্বাসে তার জীবনের সব উপার্জন ১১লাখ টাকা তুলে দেন স্বামী সোনা মিয়ার হাতে। কিন্তু কিছুদিন পরেই স্বরুপে ফিরেন সোনা মিয়া। আবারো যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গত ৭জুলাই রাত ১১টায় সোনা মিয়া তার স্ত্রীকে হত্যার উদ্দে্যশ্যে মারপিট করে বাড়ী থেকে বের করে দেন। এ ঘটনায় ফেনসি তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তৌহিদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।