প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ০১:২৮

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বগুড়ায় বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের জন্য বগুড়ায় বিএনপির ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান
বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য গতকাল বগুড়া জেলা বিএনপির ত্রান তহবিলে নগদ অর্থ জমা দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। - ছবি: বিজ্ঞপ্তির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বগুড়া জেলা বিএনপির ত্রান তহবিলে নগদ অর্থ জমা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নিকট এই অর্থ জমা দেয়া হয়। 
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, শিবগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।  
বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য বগুড়া জেলা বিএনপির ত্রান তহবিলে নগদ দেড় লাখ টাকা জমা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। তারা আরো জানান, বন্যার্তদের জন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা অব্যাহত রয়েছে। খবর বিজ্ঞপ্তির 

 

উপরে