রংপুরে এমপিও বঞ্চিত শিক্ষক—কর্মচারী ফেডারেশনের মানববন্ধন
.jpg)
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রংপুর আঞ্চলের উপ পরিচালক মোঃ শফিকুল ইসলামের প্রত্যাহারের দাবিতে রংপুরে এমপিও বঞ্চিত শিক্ষক—কর্মচারী ফেডারেশনের আয়োজনে মানববন্ধন ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পাতবার (২৯ আগস্ট) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্ত্বরে কর্মসূচির শুরুতে শিক্ষকগণ মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মানববন্ধনে এমপিও বঞ্চিত শিক্ষক—কর্মচারী ফেডারেশনের রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক মো: শফিকুল ইসলাম—এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় আহ্বায়ক মো: মোকারম হোসেন, বিভাগীয় সমন্বয়ক মো: রুস্তম আলী, বিভাগীয় সমন্বয়ক মো: মোজাম্মেল হক সরকার, জেলা সমন্বয়ক ঠাকুরগাঁও মো: শাহজাহান শওকত, জেলা সমন্বয়ক দিনাজপুর মো: খায়রুল আকতার ফারুক, জেলা সমন্বয়ক পঞ্চগড় মোঃ সর্দার নাসির উদ্দিন, জেলা সমন্বয়ক নীলফামারী মো: আব্দুল মতিন, জেলা সমন্বয়ক গাইবান্ধা মো: ছারোয়ার জাহান, জেলা সমন্বয়ক কুড়িগ্রাম মো: মাইদুল ইসলাম, জেলা সমন্বয়ক লালমনিরহাট মো: মোশাররফ হোসেন, জেলা সমন্বয়ক রংপুর শ্রী কৃষ্ণরঞ্জন স্বাধীন, মো: আবুবক্কর সিদ্দিক, মো: মোবাশ্বের আলী, মোঃ নূর ইসলাম, মো: আকতারুজ্জামান তাজ, মো: আইয়ুব আলী মণ্ডল, আলী মর্তুজা, শাহাদত হোসেন প্রমুখ। বক্তাগণ রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপপরিচালক মো: শফিকুল ইসলাম—এর দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, এমপিও প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি, ঘুষ বাণিজ্য, স্বজনপ্রীতি ও বিভিন্ন বৈষম্যের কারণে তাহার বিরুদ্ধে প্রমাণ উত্থাপনসহ বক্তব্য তুলে ধরেন এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে উক্ত পদ থেকে প্রত্যাহারের দাবি জানান। উক্ত সময়ের মধ্যে উপপরিচালক মো: শফিকুল ইসলামকে প্রত্যাহার করা না হলে পরবর্তীতে উপপরিচালকের কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন। এরপর মানববন্ধন শেষে মিছিলসহ মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়।