প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ০৩:০০
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি
শিক্ষার্থী ও শিক্ষকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রতিনিধি, শাহজাহানপুর, বগুড়াঃ

বগুড়ার শাজাহানপুরে দুব্লাগাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমানের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীরা ঢাকা—বগুড়া মহাসড়ক অবরোধ করে।প্রায় এক ঘন্টা অবরোধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে উপজেলা প্রশাসনের সামনে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এবং বিভিন্ন রকমের শ্লোগান দিতে থাকেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা দুনীর্তিবাজ অধ্যক্ষের বিরুদ্ধে ২কোটি টাকা নিয়োগ বানিজ্যেসহ কলেজের নানা অনিয়মের কথা তুলে ধরেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা ১৫দিন ধরে আন্দোলনরত অবস্থায় রয়েছেন।তারা বলেন দুনীর্তিবাজ অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পদত্যাগ না করা পর্যন্ত আমরা কোন ক্লাসে ফিরবো না,আমাদের আন্দোলন চলবে।