প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ১৩:৩৬
বন্যায় এ পর্যন্ত নিহত ৫২ জন
অনলাইন ডেস্ক

বাংলাদেশের চলমান বন্যায় আরো ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে এই দফার বন্যায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৫২-তে।
বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান সর্বশেষ ২১ জন মারা গেছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও মৌলভীবাজার জেলায়।
নিহত মোট ৫২ জনের মধ্যে কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ছয়জন, ফেনীতে ১৭ জন, নোয়াখালীতে আট জন, কক্সবাজারে তিন জন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন।
আক্রান্ত জেলাগুলোর ৬৮টি উপজেলায় ১০ লাখ ৭২ হাজার ৫৭৯টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলেও জানান মি. রেজা। সূত্র: © BBC