প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৪ ২২:১৫

গাবতলীতে মামলা তুলে নিতে বাদিকে হুমকি

প্রতিনিধি, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে মামলা তুলে নিতে বাদিকে হুমকি

বগুড়ার গাবতলীতে দায়েরকৃত মামলা তুলে নিতে সীমা আকতার (৪২) নামের এক বাদিকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের পাঁচকাতুলী গ্রামের নুরু নবীর স্ত্রী সীমা আকতার ইতিপূর্বে একই ইউনিয়নের শুভপাড়া গ্রামের কয়েকজনকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন—মামলাটি এখন বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলা তুলে নিতে বিবাদীরা মাঝেমধ্যে বাদী ও তার লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়। এরই প্রেক্ষিতে গত ২৪আগষ্ট ও ২৫আগষ্টে ওই বিবাদীরা বিভিন্ন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সীমা আকতার ও মেয়ে নিহা আকতার (১৯) কে মারপিট করে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় সীমা আকতার টিটু, ইসাহাক, রনি ও আ: রশিদকে অভিযুক্ত ২৮আগষ্টে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

উপরে