রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত
.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে রংপুরে স্মরণে সুরচর্চা কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, মহা—বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, কারার ঐ লৌহ কপাট,সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ— রমণি কোন ভেদাভেদ নাই, জাগো নারী জাগো বহ্নি শিখা এ রূপ হাজারো লেখনি দিয়ে যিনি সকল রকম বৈষম্য, ভেদাভেদ, অন্যায়—অবিচারের প্রতি ছিলেন সদা প্রতিবাদী তিনিই প্রেম—দ্রোহ আর সাম্যের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধায় কবির ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে “হে প্রিয় আমারে দিব না ভুলিতে” শিরোনামে সুরচর্চা কেন্দ্র, রংপুরের আয়োজনে ফেইসবুক ভিত্তিক লাইভ সংগীতানুষ্ঠান সুরের ভেলা পর্ব—১০৭ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কামাল কাছনায় সুরচর্চা কেন্দ্র কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক, উচ্চাংগ সংগীত প্রশিক্ষক এবং বাংলাদেশ বেতার রংপুরের সাবেক সংগীত প্রযোজক পন্ডিত তমাল কান্তি লাহিড়ী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের সাবেক সংগীত প্রযোজক এবং সেতার বাদক মো: তামজিদুর রহমান। অনুষ্ঠানে কবির জীবনকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি অতিথিবৃন্দ সাম্য ও ন্যায়ের ভিত্তিতে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে নজরুলের সৃষ্টকর্ম তথা নজরুলের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের মাঝে তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরচর্চা কেন্দ্র রংপুর এর সভাপতি পঙ্কজ বনিক। অনুষ্ঠানে রংপুরের সংস্কৃতি ও সুধীজন হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা, সুশান্ত সরকার, জয়ন্তী রাণী, তৌফিকা বেগম, সুস্মিতা বনিক, শিল্পী সরকার প্রমুখ। গানে গানে শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক, বেতার ও টেলিভিশন শিল্পী জীবন কুমার পোদ্দার, পন্ডিত তমাল কান্তি লাহিড়ী, মো: তামজিদুর রহমান এবং রংপুর বেতারের শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সূপর্না সরকার জয়া ও তাহিম বিন মাসুদ। যন্ত্রসংগীতে ছিলেন তবলায় সুকান্ত রায় দুলাল, কী—বোর্ডে পন্ডিত তমাল কান্তি লাহিড়ী ও মো: তামজিদুর রহমান।