প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪ ২২:১৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া ধুনট উপজেলা কমিটির উদ্যোগে জনসভা

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া ধুনট উপজেলা কমিটির উদ্যোগে জনসভা
ছবি- বিজ্ঞপ্তির

৩০ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায়  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া ধুনট উপজেলা কমিটির উদ্যোগে কমরেড শামসুল আলম ভোলা'র সভাপতিত্বে এলাঙ্গী বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ আমিনুল ফরিদ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হাসান আলী শেখ, কমরেড শাহনিয়াজ কবির খান পাপ্পু, ধুনট উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক ডাঃ বিভূতি ভূষণ, কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডঃ লুৎফর রহমান প্রমূখ।  জনসভায় নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র - জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে যে সকল হত্যাকান্ড সংগঠিত হয়েছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।  অন্তর্বর্তীকালীন সরকার কে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান।  বক্তাগণ টাস্ক ফোর্স গঠন করে সদ্য বিদায়ী স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনকালে বিদেশে পাচারের অর্থ ফিরিয়ে আনতে এবং সকল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাস্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জোর দাবি জানান এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কারকাজ করে দ্রুততম সময়ের মধ্যে সংখ্যান্যুপাতিক অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি করেন। খবর বিজ্ঞপ্তির 
 
উপরে