প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৪ ২২:২৮

বগুড়া মূক—বধির সংঘের ত্রি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া মূক—বধির সংঘের ত্রি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বগুড়া মূক বধির সংঘের ত্রি—বার্ষিক নির্বাচন শুক্রবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। ছবি— বিজ্ঞপ্তির

বগুড়া মূক বধির সংঘের ত্রি—বার্ষিক নির্বাচন গত শুক্রবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কমিটির ৪ জন বধির প্রার্থী না থাকায় অপসন রাখা হয় বাকি ৮ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেন। শুধুু ৩ টি কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়।বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেনঃ— সহ সভাপতি ইব্রাহিম আদহাম রাজু, সাধারন সম্পাদক মোঃ মাসুদ উল আলম, যুগ্ম—সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক রানা, কোষাধ্যক্ষ মোঃ ইমামুল হাসান, দপ্তর সম্পাদক মোঃ আঃ রহমান রনক, ক্রীড়া সম্পাদক মোঃ শফিউজ্জামান সুমন, নির্বাহী সদস্য ( মহিলা) মোছাঃ ডলি বেগম, নির্বাহী সদস্য ( মহিলা) মোছাঃ জেলি বেগম। 
নির্বাচন পরিচালনায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও উন্নয়নকর্মী রায়হান আহম্মেদ তালুকদার (রানা)। এছাড়াও পর্যবেক্ষক ও বিভিন্ন সংস্থার প্রতনিধি উপস্থিত ছিলেন।ত্রি—বার্ষিক নির্বাচনে তিনজন নির্বাচিত সদস্যরা হলেনঃ আবু বক্কর সিদ্দিক সবুজ প্রাপ্ত ভোট—৭০, মোঃ আরিফুল ইসলাম ৬০ ভোট ও মোঃ আঃ রাজ্জাক পেয়েছেন ৫৪ ভোট। খবর বিজ্ঞপ্তির 

উপরে