রংপুর মেডিকেল কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

রংপুরকে সবুজ করতে ৫ হাজার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজের ডাঃ পিন্নু ছাত্রাবাস প্রাঙ্গনে কর্মসূচীর উদ্বোধন করেন, রংপুর মেডিকেল কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহফুজার রহমান। বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলার চোখের সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুলসহ বিভিন্ন স্কুল—কলেজের শিক্ষার্থীরা।
বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী বলেন, প্রতি বছর বিভিন্ন সংগঠনের উদ্যোগে যত্রতত্র বৃক্ষরোপন করা হয়। সঠিক পরিচর্যার অভাবে গাছগুলো বাঁচে না। আমরা বৃক্ষরোপনের সাথে নাগরিক সচেতনতা ক্যাম্পেইন করছি। যেন মানুষ গাছ লাগায় এবং তার পরিচর্যা করে। এতে করে আমাদের শহর সবুজ হবে, গাছগুলো ছায়া ও অক্সিজেন দেবে। আমরা ৫ হাজার ফলদ, বনজ ও ঔষধ গাছের চারা রোপন ও বিতরণ শুরু করেছি।