প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৪
বগুড়ায় ছাত্র আন্দোলনের জের ধরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যা চেষ্টায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
নাজমুল হুদা রাফীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচী। ছবি- চাঁদনী বাজার
বগুড়া সাতমাথায় গতকাল শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে টিএমএসএস স্কুল এন্ড কলেজের ছাত্র নাজমুল হুদা রাফীদ এর উপর চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায় যে,উত্তর চেলোপাড়া এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে নাজমুল হুদা রাফীদ সদর থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেন। এতে একই এলাকার মৃত ইউনুস ব্যাপারী ছেলে আরজু ব্যাপরী ,আরজু ব্যাপারী ছেলে সবুজ ব্যাপারী ,রনি ব্যাপারী ও মৃত ইউনুস ব্যাপারীর ছেলে সাজু ব্যাপারী বগুড়াগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী নাজমুল হুদা রাফীদ টিএমএসএস কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অভিযুক্তরা আওয়ামীলীগের দলীয় কর্মী বলে জানান রাফীদ।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, রাফীদ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত থাকায় প্রায়ই ফেসবুকে ছাত্র আন্দোলনের পক্ষে পোস্ট করতেন। এরই ধারাবাহিকতায় গত ৩রা মে রাফীদ নামীয় ফেসবুক আইডিতে একটি প্রোগ্রাম পোস্ট করে। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাফীদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এরই জের ধরে ৩০ আগস্ট রাত ১০ টায় রাফীদ এর নিজ বসতবাড়ীতে এসে অভিযুক্তরা নিজে সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন সশস্ত্র যুবককে সাথে নিয়ে মুদি দোকানে ভাংচুর করে। তাদের ভাংচুরে বাঁধা দিলে লোহার রড দিয়ে রাফীদকে আঘাত করে। আরেকজন রাফীদের হাতে চাকু দিয়ে আঘাত করে। এসময় রাফীদের ভাই এগিয়ে আসলে তাকেও মারপিট করে অভিযুক্তরা।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায় যে,লিখিত অভিযোগ পেয়েছি। বিবাদীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।