প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২২

বগুড়ায় জমিজমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৯ জন আহতঃ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় জমিজমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৯ জন আহতঃ থানায় অভিযোগ
কাহালুর জামগ্রামে জমিজমা সংক্রান্তের জেরে প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সালাম, আমানুর সহ তাদের পরিবারের লোকজন। ছবি- চাঁদন বাজার

বগুড়া কাহালু উপজেলায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের ৯জন গুরুতর আহত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে কাহালু উপজেলার জামগ্রাম নয়াপাড়ায়। এ ঘটনায় ২৪জনের নাম উল্লেখ করে শনিবার বিকালে কাহালু থানায় অভিযোগ দায়ের করেছেন উক্ত গ্রামের আব্দুল প্রাং এর ছেলে মোঃ মানিক প্রাং। আহতরা সকলেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, বাদী মানিক ও তার পরিবারের সাথে প্রায় ৫একর জায়গা নিয়ে একই এলাকার মৃত আলতাফ হোসেন এর ছেলে এসএম ফিরোজ, এসএম মামুন, মৃত গোলাপ মাস্টার এর ছেলে জিয়াউর রহমান, মৃত রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, শাহা আলম, মাসুদ, এছাড়াও মোজাম্মেল হক, কুদ্দুস মাস্টার, জুয়েল এবং মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে রজব আলী গংদের দীর্ঘদিনের বিবাদ চলে আসছিল। তারা ইতিপুর্বে বিভিন্নভাবে বাদী ও তার পরিবারের সদস্যদেরকে ভয়ভীতি, খুন জখম করার হুমকি—ধামকি দিয়ে আসছিল। এরই অংশ হিসেবে গত ২৬শে আগষ্ট সকাল ১০টার দিকে বাদি ও তার ভাই আমানুর, সালাম, ফুফাতো ভাই ভেরু, মন্টু লোক মারফত খবর পায় য়ে তাদের রোপনকৃত আবাদী জমিতে যাওয়ার সময় পথিমধ্যে ওৎ পেতে থাকা অভিযুক্তরা বাদী ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা করে। এসময় বিবাদীরা তাদের হাতে থাকা চাকু, লোহার রড, হাসুয়া, বাশেঁর লাঠি দারা বাদি ও তার লোকজনকে এলাপাথারি মারপিট করে গুরুতর আহত করে্ । এসময় তাদের চিৎকারে বাদির লোকজনকে বাচাতে আসলে রুমা বেগম, সালমা বেগম ও কহিনুর বেগমকেও মারপিট করতে থাকে। একপর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দু্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এবং যাওয়ার সময় বিবাদীরা তাদেরকে জনসম্মুখে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। অভিযোগের সত্যতা নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান শাহীন বলেন অভিযোগ পেয়েছি তন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপরে