এক পুলিশ কনস্টেবল ও তার ইউপি মেম্বর স্ত্রীর মিথ্যা মামলা থেকে বঁচতে গ্রামবাসির মানববন্ধন
বগুড়ার ধনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়া গ্রামের ৫০টি নিরিহ পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে অর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ও নির্যাতন করার প্রতিবাদে গ্রামের নারী— পুরুষ, শিশুরা মানববন্ধন করেছে।
নির্যাতিত গ্রামবাসির অভিযোগ, তাদের গ্রামের গোলাম মোস্তফা কামাল রাজশাহীর মোহনপুর থানায় পুলিশের কনস্টেবল পদে চাকুরী করে। এই পুলিশ কনস্টেবল ক্ষমতার অপব্যবহার করে অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য গ্রামের নিরিহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়।
তার এই কাজে সহযোগী হিসেবে রয়েছে তার স্ত্রী স্থানিয় কালেরপাড়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বর মোছাঃ উম্মে হাবিবা ও তার মা মোনেজা খাতুন।
এ বিষয়ে কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন জানান, ওই পুলিশ সদস্য দম্পত্তির সাথে আনারপাড়া গ্রামের বেলাল ও তার আত্নিয় স্বজনের মধ্যে সমাধানের চেষ্টা করেছিলাম অনিকে রাজি থাকলেও পুলিশ কনস্টেবল গোলাম মোস্তফা কামালের স্ত্রী মহিলা মেম্বর মোছাঃ উম্মে হাবিবা রাজি না থাকায় মিমাংসা বা সমাধান করেদিতে পারিনি।
মানববন্ধন থেকে নির্যাতিত গ্রামবাসি পুলিশ কনস্টেবল কামাল, মহিলা মেম্বার উম্মে হাবিবার বিচার ও শাস্তি দাবী করেছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে অব্যহতির জন সবার সহযোগীতা চেয়েছেন।
মানববন্ধন শেষে গ্রামের রাস্তায় তারা বিক্ষোভ মিছিল করেন। - খবর বিজ্ঞপ্তির