প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১৫

আদমদীঘিতে দীর্ঘ দিন ড্রেন সংস্কার না করায় মাঠে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
আদমদীঘিতে দীর্ঘ দিন ড্রেন সংস্কার না করায় মাঠে জলাবদ্ধতা
বগুড়ার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পশ্চিম সিংড়া, চকসাবাজ ও ইন্দইল গ্রামের তিন ফসলী জমির মাঠে ড্রেন ভরাট হয়ে যাওয়ায় এভাবেই পানি জমে যায়। ছবিটি রবিবার পশ্চিম সিংড়া মাঠ থেকে তোলা। ছবি- উপজেলা সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম ঢাকা রোড সংলগ্ন ইত্তেহাদ প্লাস্টিক ফ্যাক্টরীর পার্শ্বে  পশ্চিম সিংড়া, চক সাবাজ ও ইন্দইল গ্রামের ধানী জমির মাঠের পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন ভরাট হয়ে যাওয়ায় সামন্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে কয়েকটি গ্রামের প্রায় ২০০ বিঘা পরিমান ধানক্ষেত হুমকির মুখে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। এলাকাবাসী অবিলম্বে ড্রেনটি পুর্নঃনির্মাণ ও সংস্কার করার দাবী জানিয়ে গত ২৫ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন। গ্রামবাসীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলেও আজ পর্যন্ত ড্রেন সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
স্থানীয়রা জানান, উপজেলার পশ্চিম সিংড়া, চক সাবাজ ও ইন্দইল গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ঢাকা রোড ইত্তেহাদ প্লাস্টিক ফাক্টরী হইতে খাড়ির ব্রিজ পর্যন্ত পর্যন্ত অবস্থিত ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো। ইতিপূর্বে ওই ড্রেন দিয়ে ভাল ভাবে পানি নিস্কাশন হওয়ায় উল্লেখিত ধানী জমির মাঠে কোন প্রকার জলাবদ্ধতা ছিলনা। দেশ স্বাধীনতার পর থানা বা উপজেলা পর্যায়ে উন্নয়ন হলেও ওইসব গ্রামের বৃষ্টির পানি নিস্কাশনের জন্য ড্রেনের কোন সংস্কার কিংবা পুননির্মান করা হয়নি। ফলে ক্রমেই জলাবদ্ধতা বেড়েই চলেছিল। বর্তমানে উপজেলার ঢাকা রোড ইত্তেহাদ প্লাস্টিক ফ্যাক্টরী থেকে বগুড়া—নওগাঁ মহাসড়কের ধার ঘেঁষে যে ড্রেন দিয়ে পানি নিস্কাশন হতো সেই ড্রেনে প্রভাবশালী ব্যবসায়ীরা  বিভিন্ন চাউল কল, দোকানপাট ও বাসা বাড়ির আবর্জনা ফেলে পানি নিস্কাশনের পথ প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সামান্য বৃষ্টিতে পশ্চিম সিংড়া, চক সাবাজ ও ইন্দইল গ্রামসহ কয়েকটি গ্রাম ও মাঠের ধানক্ষেতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জমির ধানসহ অন্যান্য আবাদ পানির নিচে তলিয়ে যায়। পশ্চিম সিংড়া গ্রামের কৃষক মাহাবুব, স্বপন, মাসুদ, মান্নান, চক সাবাজ গ্রামের কালাম, আলতাফ ও ইন্দইল গ্রামের মামুন, হেলাল ও কালাম সহ অনেকের অভিযোগ সুষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি নিস্কাশন হয়না। ফলে সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি, এসবের জন্য নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। তারা অবিলম্বে ড্রেনটি পুর্ননিমান ও সংস্কার করার দাবী জানিয়েছেন। স্থানীয় ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

উপরে