প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:৫৯
সলঙ্গায় সরকারি রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন মো. আব্দুল আলিম নামে এক ব্যক্তি।
লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, আওয়ামী লীগ সরকার পতনের পরের দিন সলঙ্গা থানা বিএনপি'র সহ সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে স্থানীয় একদল দুষ্কৃতিরা জোরপূর্বক সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করেন।
এ বিষয়ে মার্কেট মালিক মো. আব্দুল আলিম সরকার বলেন, সলঙ্গা বাজার মাদ্রাসা মোড়ে অবস্থিত আমার স্বীয় প্রত্রিক সম্পত্তিতে প্রতিষ্ঠিত এইচকে ট্রাভেলস্ এর কাউন্টার সহ বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিহিংসা ও জোরপূর্বক আমার মার্কেটের সামনে ঘর নির্মাণ করে প্রতিপক্ষরা। এদিকে সরকারি রাস্তার উপর ঘর নির্মান করায় রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়রা জানান।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কোন ব্যক্তি যদি সরকারি যায়গা দখল করে ঘর নির্মান করে থাকে তাহলে সরেজমিনে পরিদর্শন পূর্বক তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করা হবে ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।